খাইচে রে...
হালার পো হালা জানলো ক্যামনে

উহার লগে লগে আইস্যা
এহন ভ্যাবাচ্যাকা মাইর‍্যা গ্যালাম?
এইডা তো হওনের কতা ছেলো না...

হালার পো হালা
হামার পাক্কা ধানে মই লাগাইয়া দেলো!

মাইয়া ডার পেছন পেছন
পা টিপ্যা টিপ্যা আইস্যা
ধরা খাইয়া গেলাম!

যহনই কাম সাইরত্যে যামু
অমনই হালার পো আইস্যা
ক্যাচাইয়া দিলো।

ছাড়ুম না,
তুরে হামি দেইখ্যা নিমু,
কইয়া দিলাম।


রচনাকালঃ ২৮/০৩/২০১৭