এইমাত্র যে পাতাটি ঝরে পড়লো
আমি তার ঠিকানা পেয়ে গেছি...
সূর্যের রঙ লাল হবার আগে
যে পাতাটি বাতাসের সাথে খেলছিল
প্রতিটি শ্বাস প্রশ্বাসের মর্মর ধ্বনির তালে
খেলছিল কপত-কপতি-
তাদের খোঁজে ছেড়ে দিলাম
আমার বাষ্পীয় দীর্ঘশ্বাস।
গাছেদের ঠিকানা সবারই জানা
পাতাদের ঠিকানা?
আমি জানি, বাতাস জানে।
আমি আজ থেকে লেপটে থাকব
ঝরে যাওয়া , উড়ে যাওয়া পাতাদের সাথে
ওদের ঠিকানায় আমাকে পাবে।
বিষাদের ধূষর আঁশটে আশার রঙ
এবার থেকে সবুজ হবে...
ঝরে যাওয়া পাতার ঠিকানায়
আমি বৃষ্টি নামাবো,
অঝোর ঝর্ণা ধারায়।
রচনাকালঃ ২৪/০৩/২০১৭