বিখ্যাত হবার সহজ উপায়!
বিতর্কিত আলোচনা, মন্তব্য
না হলে নিদেন পক্ষে একটা
কবিতা-
ব্যাস!
আপনি রাতারাতি তারকা!
আপনি যা ই বলুন যা ই লিখুন
আপরা আপনাকে স্টার বানাবই।
কোন ধর্মকে আঘাত নয়
আমার আসল উদ্দেশ্য
বিতর্কিত,
বিখ্যাত হবার আকাঙ্ক্ষা
তাই সহজ উপায়টা
আমি ধরে ফেলেছি,