তোমার স্পর্শ
আমার সারা শরীর জুড়ে
ঠিক যেমন স্বর্ণলতা
তোমার বিমর্ষতা
আমার শরীর ও মনের মৃত্যু
আমার বিহ্বলতা।


তোমার দেহসুধা
আমার বাঁচার রসদ
দেহাঙ্গের বৃদ্ধিকারক
আমার পদচারণ
তোমার কষ্টের কারন
তবুও গর্ভধারক।



রচনাকালঃ ০২/০২/২০১৭