মিছিমিছি দাঁড়িয়ে আছিস
আর আসবে না সে,

মানুষ –
আজকাল আর কথা রাখে না,
ব্যস্ততার এই শহর
সবাই চলমান,
সবার দৌড়ানোর ইচ্ছে প্রবল
একজনকে টপকে অন্যজন।
ভয়ানক আর বিশ্রী প্রতিযোগিতা।

কথা রাখার সময় কোথায়!
মিছিমিছি দাঁড়িয়ে আছিস
আর আসবে সে

কারন,
কথা রাখার সময় নেই যে!

রচনাকালঃ ০৪/১২/২০১৬