চারিদিকে এত ঘন অন্ধকার!

যেদিকে যাই গাঢ় অন্ধকার!
জড়িয়ে ধরে
             অক্টোপাসের মতো।

রাজপথে ছুরিকাহত তরুণী
কোপের পর কোপ
              উন্মাদী কাপুরুষ!

      শুধুই অন্ধকার, নৃশংস।

মান আছে, আছে আমিত্ববোধ
       নেই শুধু হুস!

অন্ধকার গায়ে মেখে পথ চলা
পায়ের নতি
              ঘরের চৌকাঠ...

    দিব্বি বেঁচে আছি!



রচনাকালঃ ২০/০৯/২০১৬