তোমার পাওয়ার আশায়
আকুল প্রাণ আকু-পাকু
যখন পেলাম তোমায় দেখা
ডাকলে আমায় কাকু!
হাই হ্যালো অনেক হল
ফোনের এপার-ওপার
যেদিন প্রথম দেখা হল
স্বপ্ন হল সাবাড়!
ফেসবুকের চ্যাটেই প্রেম
প্রোফাইল তুলতুলে
প্রথম সাক্ষাতে দেখি
পাক ধরেছে চুলে!
রচনাকালঃ ২৬/১১/২০১৬