আমিত্ব নিয়ে আর পারছি না,
     এক হিমালয় ওজন-
            অক্সিজেন?
যেন কোথায় আটকে গেছে।


পা দুটো মাটিতে থাকে
           অথচ  
অন্তরিক্ষে পৈত্রিক  প্রাণ,
সারাদিন স্বাধীন!
উড়ে যাও ওলি-গলি,
       চোরাবালি
          অথচ
খাঁচা বন্দী হবার তীব্র আকাঙ্ক্ষা
          বাসনা।



পৃথিবীর বিবর্তন নৈমিত্তিক
তার গতিতে ত্বরণ জোগায়
           আমিত্ব
         আর আমিত্ব...


রচনাকালঃ২৫/০৯/২০১৬