সেদিন বৃষ্টি হয়েছিল খুব
দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেছিল গাছেরা
পাখিরাও ভিজেছিল নীড়ে
শুধু নিজস্ব সংগীতে মুখরিত ছিল
কুয়োতে ভেকের দল।
আমি তোমার ছবি এঁকে
অপলক চেয়েছিলাম,
ফোটা ফোটা বৃষ্টির দিকে।
তোমার চঞ্চলতা,তোমার দুষ্টুমি
বিহ্বলতা বয়ে আনে আমার উষ্ণতা।
খুব ভিজেছিলাম সেদিন
প্রথম প্রেমের আলিঙ্গনে।
আজও বৃষ্টিতে মনে পড়ে
মনে পড়ে কাঁপা কাঁপা পরশ
আলতো ছোঁয়ার হাতছানি আর
ঊষ্ণ বাতাসের কথা...
রচনাকালঃ১৮/০৯/২০১৬