এ কী সংঘাত মৃত্যুর হাতছানি।
কান্নার মিছিল আর যন্ত্রণা
যমে মানুষে টানাটানি।
ঘুমের মধ্যেই মৃত্যু
শতাধিক লাশ
সর্বনাশ
হায়!
হে
মৃত্যু
নিঃসহায়
মানুষের পাতা
ফাঁদে মরে মানুষ
ঈশ্বর মানুষ তার ত্রাতা
যুক্তি ও প্রযুক্তি আর অসম
লড়াইয়ে জীবন সময়ের ফানুস।


রচনাকালঃ ২০/১১/২০১৬