মেরে প্যায়ারে দেশবাসীও
৫০০ হাজার বাতিল হল
দু-১ দিন মানিয়ে নিও।
মেরে প্যায়ারে দেশবাসীও
নোট বদলাতে পোস্ট অফিস
আর ব্যাঙ্কে যেও।
মেরে প্যায়ারে দেশবাসীও
কালো টাকার বিছানা পেতে
সারা রাত ঘুমিয়ে নিও
মেরে প্যায়ারে দেশবাসীও
এবার থেকে কড়কড়ে নোট
আসল নকল চিনে নিও
মেরে প্যায়ারে দেশবাসীও
ঘরে টাকা না জমিয়ে
এবার থেকে ব্যাঙ্কে দিও।
রচনাকালঃ১০/১১/২০১৬