ভাবিনি কখনো দেখা হবে
এভাবে।
তোমার বক্ষভেদী দৃষ্টি
আমার শিহরণ জাগাত সর্ব অঙ্গে,
ভাবিনি সেই চোখ এভাবে তাকাবে
কৈফিয়তি ভঙ্গিমায়।
আমার অধঃবদন তোমার দৃষ্টি নন্দন
আমি অনেক উঁচুতে থেকেও
নীচের হীরে কুড়োতে পারিনি-
তুমি পেরেছ।
আমি আকাশ ছুঁতে চেয়েছিলাম
তুনি চাঁদ ধরে এনেছিলে
ভাবিনি সেই চাঁদেও তোমার খিদে,
উপবাসেও তৃপ্তিজনক
সুখ থাকে।
ভাবিনি এভাবে দেখতে হবে
তোমাকে।
রচনাকালঃ ১৯/১১/২০১৬