ইকোকার্ডিও করেই ধরা পড়লো
ব্যধিটা,
হৃদয়ের ভারসাম্যহীনতা।
যে পথ দিয়ে চলতো রক্তেরচাপ
যে গলি পথে ছিল বিশুদ্ধ প্রাণরসায়ন
নোংরা, ময়লা স্তূপীকৃত জঞ্জালপূর্ণ
সেই চেনা গুহা পথ।
এই ব্যধি ওসুধে সারবে না
বিষ ঢুকেছে শরীরে-
তাই ওষুধের ঝাঁজ ম্রিয়মাণ।
বাঁচতে হলে চাই রক্তের গতি
মেদ জমানো পথ সারাতে হবে
অত্যাবশ্যকীয় -
বাইপাস।
রচনাকালঃ ১২/০৯/২০১৬