এক আকাশ কবিতা চেয়েছিলাম,
                                   পাইনি।
তুমি রামধনু দেখিয়ে বলেছিলে
বৃষ্টি কুড়িয়ে নিতে-
                         পারিনি।

কালবৈশাখীর বিকালে
পোড়ো মন্দিরে নেশা ধরিরে বলেছিলে
আজ নয়,অন্য কোন দিন
চাঁদের পাহাড় দেখাবে।
কত বৈশাখ এল গেল
         পাহাড় দেখা হল না।

এখনো আমি বৃষ্টি খুঁজি
রামধনু দেখলেই-
দেখতে পাই শুধুই অমাবস্যা।

চাঁদের বুড়ি এখনো চরকা কাটে
তোমার অপেক্ষায়-
আর আমি পোড়ো মন্দিরে
                       নেশাখোর।

কুয়াশা আর ধোঁয়াশা।


রচনাকালঃ ২৪/০৬/২০১৬