সব কিছুরই নাকি একটা সীমা থাকে
তবে তোমার নিষ্ঠুরতার নেই কেন?
যত বারই ছুঁতে চেয়েছি তোমাকে
ভয়ংকর নিষ্ঠুরতায় সরিয়েছো তুমি,
তোমার দৃষ্টিতে কী দংশন জ্বালা!
নিরবতায় তিক্ত স্বাদ।
বিখ্যাত হবার এত নেশা তোমার!
অট্টালিকায় রাজকীয় বসবাস কর
ফুটপাথের পথচারিকে পিঁপড়ে ভাবো!
একটা কথা ভুলে যেওনা তুমি-
মানুষই দেবতা গড়ে।