২১.
অল্প কথায়
হাইকু লিখে দেখ
গল্প গড়ায়

২২.
কাব্যিক রস
থাকবেনা তেমন
বক্তব্যে বশ

২৩.
গভীর সার
হাইকুতে লুকিয়ে
থাকবে তার

২৪.
অন্তিম মিল
থাকুক না থাকুক
সে অনাবিল

২৫.
হাইকু আজ
লিখছে বা পড়ছে
সভ্য সমাজ



রচনাকালঃ ১৯/০৫/২০১৬