দূরান্ত গতিতে ছুটে আসা উল্কাপিণ্ড
                             মাথায় পড়েনা
মহাশূন্যেই ধ্বংস হয়,আলোর ঝলকানি
                                   কালের নিয়ম
                শক্তির রূপান্তর।

ক্যালোমিতির মূল নীতি।
আপাত দৃষ্টিতে ভুল হতে পারে
তবে সেটাই বেদবাক্য নয়।

তাই বলে হাত গুটিয়ে থাকবে!
বিষ দাত ভেঙেছে বুঝলাম
ফোঁস করতে দোষ কি?
হয় দেওয়াল ভাঙো, নয়
                    এগিয়ে যাও
পিঠ যে ঠেকে গেছে।


একটা মুষ্টিবদ্ধ হাত দরকার
অসংখ্য হাতের নিশান
                     সংকেতময়।

রচনাকালঃ ২০/০৫/২০১৬