হিংসা দিয়ে জয় করা যায় না,
আর কবে বুঝবে তুমি!
অর্ধেক পথ কাটিয়ে দিলে
সন্দেহ আর হিংসা দিয়ে।
এবার থামো।
তোমার চারপাশ দেখেছো কখনো?
স্বার্থান্বেষী, মুখোসধারীর আস্ফালন।
যাদের ল্যাজে পা পড়লেই ফোঁস করে উঠবে
বিশ্বাস না হলে পরোখ করে দেখ একবার।
অথচ যে তোমাকে ভালোবাসে
যার চোখে তুমি শৃঙ্গ স্বরূপ
তাকে তুমি চিনলে না!
তুমি চিনবে কি করে!
সে তো ঢাক পেটাতে পারে না।
চোখে আঙুল দিয়ে দেখাতে পারে না।
তবে তুমি ঠিক চিনতে পারবে ঠিকই
ঠুলিটা যেদিন সরবে-
একদিন।
চিনবেই-
হয়তো তখন তাকে আর পাবেনা
তোমার পাশে,তোমার কাছে।
রচনাকালঃ ১৬/০৫/২০১৬