সূর্য ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে,
তারারা এক এক করে দেখা দেয়
এটা রাতের গীর্জার ঘন্টার মত।
জেগে আছে শুধু চাঁদ ।
আমি একা জেগে আছি
কোন এক মুহূর্ত স্মরণীয়
কোন এক কোমল চুম্বন
স্পর্শ এবং স্বাদ।
ভালোবাসার স্মৃতি উপর দীর্ঘক্ষণ
আমার বশিকরণ,
'সূর্য ও চন্দ্র আবার বিপরীত
সব স্বপ্ন বরবাদ।
রচনাকালঃ ১১/০৫/২০১৬