বেশ,
তবে তাই হোক
আমি না হয় ফিরেই যাব ত্রৈরাশিক-এ
চাইবো না তোমার উষ্ণতার সমীকরণ।
আমার অংকে অসংখ্য এক্স ওয়াই
তোমার ওয়াই ফাই।
গাণিতিক সংখ্যার গাঁ বেয়ে
যেদিন নেমেছিল সিঁড়িভাঙ্গা অংক,
সমতলে গড়িয়ে পড়েছিল
অগণিত বীজের নীল আলো,
বাতাস যেদিন বাজি ধরেছিল
পারমুটেশন আর কম্বিনেশনের মন্ত্রে
আমি তোমার গিরিখাতে পড়েছিলাম-
দ্বিঘাত সমীকরণের আশায়।
সেদিন বুঝিনি থ্রি-ডাইমেনশন।
বুঝিনি কোন সরলরেখা
শুধু সমতলে আটকে থেকে
করেছি করণী নিরসন।
আজ যখন আমার সূচক নিম্নগামী,
আমার ওয়াই অক্ষ
তোমার এক্স ওয়াই তলে পতিত,
তোমার বৃত্ত,
তোমার শঙ্কুচ্ছেদ,
তোমার অভিলম্ব
আমার স্পর্শক হল না।
আমার ম্যাট্রিক্স প্রোবাবলিটি শূন্য।
তাই হোক,
পড়ে থাকি সেই ধারাপাতেই।
রচনাকালঃ২২/০৪/২০১৬