প্রিয় এডমিন ও আসরের কবিগণ
অতিথি আলাপন এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে।আপনারা নিশ্চয় লখ্য করেছেন অনেকেই চাইছেন এটিকে স্টিকি করা হোক। বিষয়টা মানিনীয় এডমিনের বিবেচ্য।
আমার এই বিভাগটা চালাতে বেশ ভালোও লাগে। সকলের সাথে খুব ভালো ভাবে পরিচিত হওয়া যায়। আমরা তো একই পরিবারের সদস্য। একে অপরের জানার কৌতূহল তো থাকেই।
আমার ইচ্ছে এটিকে সাক্ষাতকার ভিত্তিক করে প্রকাশ করার। মানে আসরে আমন্ত্রণ জানিয়ে সেই কবির ইমেইল এড্রেসে প্রশ্ন গুলো পাটিয়ে দিলাম। তিনি তার সময় মতো উত্তর গোলো আবার মেইল করে পাঠিয়ে দিলেন। আমরা নির্দিষ্ট দিনে তা আসরে প্রকাশ করলাম। এতে পাঠকের অনেক সুবিধা হবে। অতিথির উত্তর দিতে দেরি হলে পাঠকেকে দুবার আলোচনা বিভাগে আসতে হতো। এরকম হলে তাকে একবার আসলেই হবে। আবার পাটকের কোন প্রশ্ন থাকলে তা মন্তব্যে দিতে পারবে। পরে অথিতি তার উত্তর দেবেন।
পরীক্ষা মূলক্ভাবে গত বুধবার প্রকাশ করা হয়েছে। আপনাদের মতামতের অপেক্ষায় আছি।
একই সঞ্গে এই বিভাগটিকে কি আলাদা পেজে বা বিভাগে (সাক্ষাতকার) বা ঐ রকম কোন নামে চালু করা যায় কি? য়াসরের সকল কবিকে মতামত রাখতে অনুরোধ করছি।
প্রিয় এডমিন আপনার কাছে প্রস্তাব রাখছি যাতে এক সপ্তাহ এই অতিথি আলাপন স্টিকি করে রাখা যায়।
দয়া করে আপনারা আপনার মতামত জানাবেন। প্লিজ।