যে মেয়েটা রং মেখে
দাঁড়িয়ে আছে-
ওর কাছে কখনো জানতে চেয়েছো
ও ডান না বাম?
ওর একটাই উত্তর
কাম!
ওকে খেতে হবে
পৈত্রিক সম্পত্তি বেচে।
নরম বিছানা নয়,
বিছানা গরম করেই
পেট ভরাতে হয়।
কী জানে ও ডান বা বামের!
কালো-ফর্সা,রোগা-মোটা
লম্বা-বেঁটে,ডান-বাম নয়,
ওর চোখ পকেটে আর রিমোটে।
ওর রাজনীতি কয়েক মিনিটের
ওর রাজনীতি ঘন্টায়-ঘন্টায়
বাবুদের পকেটের ভিতর।

রচনাকালঃ ০৪/০৩/২০১৬