ঠিক তাই
এক পাও এগোতে পারলাম না।
এক জায়গাতে থেকেই
শুধু ছটফটানি আর হা-হুতাশ
মৃত্যুর উপত্যকায়
নিজেকে বাঁচানোর চেষ্টা
যার জন্মস্থল আঁতুড়ঘর
তার ঝাঁ চকচকে
ফাইভ স্টার
অমাবস্যার স্বপ্নঘোর।
আমি দৌড়চ্ছি
আমি ছুটছি প্রাণপণে
কিন্তু একটুও এগোতে পারছি না।
এক স্থানে থেকে
শুধু হাতড়েই চলেছি।
স্বপ্নের মধ্যে কি দৌড়ানো যায়!
লণ্ডনের স্বপ্ন!
রচনাকালঃ ০২/০৪/২০১৬