বার বার হেরেছি
নিজের বিবেকের কাছে,
আঁধারের হাতছানি...

অশ্রু আর শোকের পিরামিড
ভুলেছি কুঁয়াশার পারাবার
পিছুটান আর ঠিক ভুলের হিসাব।
গনিতের খাতায় শুধুই কবিতা।

ক্যালেণ্ডারে দাগানো তারিখ
পঞ্জিকা, তিথি,নক্ষত্র
রাশি-রাহুকে দোষারোপ।
অস্ত্র-
সেই কপাল আর
ভাগ্যের কাঠগড়া।

কখনো দেখিনি
সোজা নেই মেরুদণ্ড।
দৃষ্টিরা পড়ে আছে পায়ের কাছেই।


রচনাকালঃ ২৬/০৩/২০১৬