মুখের উপর 'না' বলেছিলে
তাই তোমার সামনে যাইনি কখনো,
পুনর্বার বলিনি ভালোবাসি তোমায়।

কখনো পিছন ফিরে দেখেছো
কতবার ছুটেছি তোমার পেছনে?

ঈশ্বরকে ডাকলে পাওয়া যায়,
ভালোবাসা দিয়ে অসৎ কে
পথে আনা যায়-
কিন্তু হায়!
তোমার পাষাণ হৃদয়
গলেনা কখনোই।

আজ আমি ক্লান্ত,শ্রান্ত
কতবার হোঁচট খেয়েছি
উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে,
তুমি দেখনি
একটি বারের জন্য বলনি
'আহা দেখে চলবে তো'

এবার কি করবে!
তোমার ছায়া যে
অনেক অনেক বড়ো হয়ে গেছে।
কী করবে এবার!


রচনাকালঃ ২০/০৩/২০১৬