বুকের ধুকপুকানি বেড়েই চলেছে
নিস্তার নেই কিছুতেই।
দিনে অন্তত একবার
নিজের মুখটা দেখি
আয়নায়।
আজ চমকে উঠলাম
বলিরেখা স্পষ্ট।
শিরদাঁড়া সোজা থাকতে চায়না।
বেঁকে যাচ্ছে দিনকে দিন।
কি যেন বলতে চায়
বুঝিনা সে ভাষা।
অথচ-
কেন যে ভেতরের ধুক ধুক
বাড়ছে?
সারা দিনে চোখের সঞ্চয়
জমা থাকে ফুসফুসের মাঝে
কিন্তু তার সুদ এত ভয়ংকর!
সাদা ক্যানভাস ভর্তি হচ্ছে
হিজিবিজি সব চিত্র।
বুঝিনা কিছুই।
তবুও অক্ষিপট আঁকতে থাকে
অর্থহীন,
বর্ণহীন,
স্বাদহীন আবছা ছবি।
ধুকপুকানি আর হিজিবিজি
সমান্তরাল সঞ্চারী।
রচনাকালঃ ০৮/০৩/২০১৬