স্বপ্নরা শহিদ হল
পতাকার খোঁজে
বিবর্ণ পতাকা রক্তে রাঙাল
বিচূর্ণ মাতৃ-হৃদয়।
আজ সেই পতাকাই বাহন
শত শত অসুরের।
মাতৃবক্ষের উষ্ণতা নিয়ে
ত্রিবর্ণ সম্ভোগ।
আবার আসবে ফিরে
স্বপ্নভরা চোখে
মাগো তুমি নিদ্রা দাও
পতাকার বুকে।
রচনাকালঃ ০৬/০৩/২০১৬