কাউকে বলা হয়নি,
ছত্রাক জমা আঁশটে স্বপ্ন
বুকের চিলেকোঠায় গুমরে মরে।

কৈশোরকালে একবারই দেখেছিলাম
এলো কেশ,সাধারণ বেশ
স্বতঃস্ফূর্ততায় ছলাৎছল।

আজও সেই অনাহূত ঘ্রান
চাঁদের গায়ে মিশে আছে,
যখন আমার শরীর বেয়ে রক্ত নামে-
খুঁজে মরে সম্পর্কের কারুকার্য,
কাকতাড়ুয়ার শরীর নিয়ে
পাহারা দিই জীবনের দাবাখেলা-
এলোকেশীর তখন চাঁদেরহাট।


রচনাকালঃ ০৫/০৩/২০১৬