তবে মনে রেখো
আমার ভালোবাসা খাঁটি
সূর্যের আলোর মতো।
আমি রূপাই নই
কিম্বা মজনু,
আমি এটাও জানি
দেবদাস হতে পারবো না
হতেও চাইনা কোনদিন।
তোমাকে চেয়েছিলাম
পাই নি।
ব্যাস!
আমি চাই ঊষ্ণতা
তুমি বোঝনি,
রঙিন চশমা এখনো তোমার চোখে।
একদিন ওই চোখে
ছানির মতো নামবে বিষণ্ণতা।
আমি জানি এ তোমার লজ্জা,
তোমার পরাজয়।
আমার অপ্রাপ্তি-
তোমার অপূর্ণতা।
রচনাকালঃ ০৩/০৩/২০১৬