আজকাল চুপিসাড়ে
কত কবিতা হয়ে যাচ্ছে,
জন্ম নিচ্ছে শত শত বিকলাঙ্গ কবিতা
কেউ মানে
কেউ মানে না।
কেউ দেখে
দেখেও কিছু বলে না।
কেউ কেউ বোঝে
কেউ কেউ বোঝে না।
আবার কেউ না বুঝেও বোঝার ভান করে।
এ এক দারুণ তামাশা!
কবিতার গন্ধ,
কবিতার বর্ণ,
কবিতার স্বপ্ন চুরি হয়ে যাচ্ছে দিনকে দিন।
কবিতার সাথে শব্দের সেই প্রেম-
দেখি না এখন।
অসুস্থ বাক-বিতণ্ডা
লেগেছে শব্দ ও কবিতার সংসারে।
সেই সুযোগের সদ্ব্যবহার করছে
কিছু মাওবাদী শব্দ
কবিতার সংসারে যারা ছিল অনাহূত।
এবার ওদের পালা।
দলামচা পাকিয়ে গলাধঃকরণ করছে
কবিতাকে।


রচনাকালঃ ০১/০৩/২০১৬