বরুনের মা আর আসেনা
সেই বুড়িকে কেউ মনে করে না
যে বলতো,
"আমার বরুনকে একটু সাহায্য কর বাপু,
ঈশ্বর তোমাকে মঙ্গল করবেন।
কোথায় যেন হারিয়ে গেল
সারা জীবনের জন্য।
শেষ যেবার এসেছিল-
দশ টাকার নোট পকেট থেকে বার করতে দেখে
মুখটা চিকচিক করে উঠেছিল।
তারপর ফাটা বেলুনের মতো চুপসে গেল,
যখন বাটি থেকে নয় টাকা তুলে নিলাম।
আজও মনে পড়ে
সেই মুখ,সেই ফ্যাকাসে পানসি মুখ।
মৃদু কণ্ঠে বলেছিল
"ঈশ্বর তোমার মঙ্গল করুক"।
মঙ্গলময় ঈশ্বর বরুন কে
মঙ্গল করেছিলেন কিনা জানিনা
কিন্তু তার মাকে যে করেনি
তা বলাই বাহুল্য।
কেউ মনে রাখেনি
বরুনের মাকে।
রচনাকালঃ ২৭/০২/২০১৫