স্টেশনের রেলিং ধরে যে ছেলেটি,
তোমাকে দেখলেই হাত পাতে।
ওর চোখের দিকে তাকাও
কোন এক জিজ্ঞাসা ঝড়ে পড়ে তোমার পায়ের উপর।
দেখেছো কি?
ডিভাইডারে হেলান দিয়ে
বাটি হাতে মেয়েটাকে ধর,
মাল্টি স্টোরিড বিল্ডিং এর উপর থেকে
ওকে ঠিক পিঁপড়ের মতো দেখায়।
ওর পিঠের আঁচিলটা,
কি যেন বলতে চাই
ওর আধময়লা ছেঁড়া জামা,
ওর চোখের আলো তোমাদের হাতের মুঠোয়।
ওকে ধর...
আর ঐযে দূরের গঙ্গার
ঘাটে যাকে দেখছো,
যে মেয়েটি বারবার ডুব দিচ্ছে,
কেন বলতো?
তোমরা যার নামে পয়সা ছোড়ো...
গঙ্গার বুকে ডুবে যাওয়া
প্রতীমার কাঠামো তুলে ওদের
শূন্য মূলধনের ব্যবসা।
দেখো দেখো দেখো-
ওদের দলা পাকানো জীবন
ওদের উচ্চাশা
ওদের কেরিয়ার
সব লবন হীন পান্তা।
আমার ছানি পড়া চোখে
ওদের একই দেখি
একই স্বপ্ন ওদের চোখে।
রচনাকারঃ ২৭/০২/২০১৬