চমকে উঠাছিলাম ঘরে ঢুকেই,
এলো মেলো বিছানা
খোলা আলমারি।
চাবিটা ঝুলছে, যেন প্রতীকী হয়ে
আমার অপেক্ষায়।
চোখ পড়লো
অন করে রাখা ডেক্সটপের উপর
যদিও সে তখন ঘুমন্ত,
নীল আলোটা
শুধু তার অস্তিত্ব জানান দিচ্ছে।
ধপাস করে বসে পড়লাম
অতি প্রিয় বিছানার একপ্রান্তে।
নড়ে উঠলো পৈত্রিক খাটের সারা শরীর।
বুকের মধ্যে ভূমিকম্প।
কপাল চাপড়াতে গিয়ে সজোরে ধাক্কা,
প্রচণ্ড ব্যথা পেলাম
ধড় ফড়িয়ে উঠে
জল খেয়ে স্বস্তি পেলাম একটু।
রচনাকালঃ ২২/০২/২০১৬