কেমন আছো?
জানি  ভালো আছো,শান্তিতে আছো।
তবুও জানতে চাইলাম-
ওই যে প্রথা,আমরা বাঙালী।
জানো,আমরা খুব গর্ব করি এখন-
আমরা বাঙালী বলে।
বাংলাকে খুঁজি আজকের দিনে,
একুশে ফেব্রুয়ারি।
ভাগ্যিস তোমরা জীবন দিয়েছিলে,
ভাগ্যিস রাস্ট্রসংঙ্ঘ মেনে নিয়েছিল-
এই দিন।
আন্তর্জাতিক ভাষা দিবস।
তাই তো আমরা বুক ফোলানোর একটা দিন পেলাম।
নইলে...
তোমরা কি জানো এখন তোমাদের নিয়ে কত গান
কত কবিতা
কত চর্চা!
এই দিনটা স্টেজ আর টি ভি 'র দিন।
শিল্পী -সাহিত্যিকদের আজ ইমেজ বাড়ানোর দিন।
দু'এক লাইন তোমাদের উদ্দেশ্যে
আর বাকিটা!
রক,পপ, বড় বড় সাউন্ড বক্স
ওরে বাব্বা! সে কী আওয়াজ!
এখন ডি জে না হলে চলেই না!
হা হা হা!
আমরা বাঙালী, বাংলা আমাদের প্রাণ!
আচ্ছা, তোমাদের কাছে বাংলা কী ছিল?
প্রাণ  না জান!
তবে এটা ঠিক যে,এই দিন এলে
আমরা একটু পড়াশুনো করি,
তোমাদের নিয়ে-
দু'এক কথা যদি বলতে হয়!
ফেসবুকে লিখি কমেন্ট আর লাইকের আশায়।
অনেক কথা বললাম,
কী তুমি ভাবছো আমি কে?
আরে, আমিও যে ওই বাঙালী!
ওই দলেরই একজন।
ভালো থেকো।
আর হ্যা-
রক্তাক্ত বুকের উপর পতাকাটা শক্ত করে ধরে রেখো কিন্তু-
সেই ওই কাজের জন্যই তো
তোমাদের মনে রেখেছি...


রচনাকালঃ ২১/০২/২০১৬