তোরা এখনো ঘুমিয়ে আছিস!
জেগে ওঠ,
দ্যাখ আমি এসে গেছি
এবার তোদের সংগে খেলব হোলি।
বিদ্রুপের বিছানায় ঝরে পড়বে ধুষর ক্লান্ত পাতা
ধূঁ ধূঁ মাঠে বইবে জটলা পাকানো বাতাস।
ফাঁকাফাঁকা গাছের ডাল
বাজাচ্ছে আমার আগমনী।
এবার আমি
রাঙিয়ে দেবে তোদের পলি জমা হৃদয়কে।
ঊষ্ণ বাতাসে প্রেমের গন্ধ
সদ্য যৌবনার
ঢেউ খেলানো রূপের মতো
আমার পরশ।
আমি এসে গেছি
তোদের হৃদয় রাঙাতে।
রচনাকালঃ ২০/০২/২০১৬