রক্ত দিয়ে লিখেছিলে তুমি
আমি লিখি আঙুল দিয়ে,
বুক পেতে নিয়েছো বুলেট
আমি চালায় এন্ড্রোয়েডে।
মরার কথা ভাবতে তুমি
আমি ভাবি মারার
মায়ের ভাষা চলে না আর
এখন শুধু পাড়ার।
হাই হ্যালোতে সকাল সন্ধ্যে
ভুলেছি করতে নমস্কার
বাবা মাকে ড্যাডি মাম্মি
বলছি কত পরিস্কার।
বাংলা ভাষা এখন নাকি
দেশ বিদেশে চলে না
হিন্দি বলি ইংলিশ বলি
মাতৃ ভাষায় বলি না।
বোকারা সব লড়াই করে
বাংলা আনে ফিরিয়ে
এখন দেখি আমরা সবাই
বাংলা দিচ্ছি তাড়িয়ে।
রচনাকালঃ ১৮/০২/২০১৬