এই মেয়েটা একলা চলিস
উঠবি নাকি বাইকে,
ফোন নাম্বার লিখে রাখিস
মেসেজ দেব হাইক-এ।
কোন ক্লাসে পড়িস তুই
কোন গ্রামে থাকিস
আমার একটা ছবি দিচ্ছি
বইয়ের ভাজে রাখিস।
আমার নাম? ইচ্ছেডানা
ঐ পাড়াতেই থাকি
স্কুল ছেড়ে কলেজে যাই
বি এস সি টা বাকি।
বাবার আমি একটি ছেলে
বাইক চড়েই ম্যাপ
থ্রী জি মেরে ঘুরে বেড়াই
রাতে হোয়াটস অ্যাপ।
এই মেয়েটা চুপ কেন রে
নামটি কি রে তোর?
এমন ভাবটি দেখাচ্ছিস
যেন ক্লাস ফোর!
ডান হাতে তোর লাল গোলাপ!
ওসব এখন ব্যাকডেটেড
ফেসবুক আর ট্যুইটারে
সেই মেয়েরাই হাইরেটেড।
কি বললি? ফোন নেই তোর
ভাবছিস কেন অত রে
টাকা নেই তো কি হয়েছে
জেল্লা আছে গতরে।
ওতেই হবে চাপরে বাইক
ঘুরবো আজি দু'জনে
ভালোবাসার দিনে আজ
গাইবো দু'এ কুজনে।
কেউ কিছু বলবেনা রে
আমার বাবা দেশ চালায়
মার্সিডিসে ঘুরে ঘুরে
রঙিন জলে ফুল মালায়।
ক্যাচাল করে পারবিনা রে
চুপটি করে চেপে বস
তোকে দেখেই জাগলো প্রেম
উঠলো জেগে জীবন রস।
রাজি হলে অনেক কিছু
নইলে আছে দু'নলা
এসিড দিয়ে মুছে দেব
বুঝবি তখন কী জ্বালা।
রচনাকালঃ১৪/০২/২০১৬