রোজ নামচা, ভালোবাসা
আপদ নাকি বিপদ
মুক ফসকে বলে ফেলি
সজাগকাল নিশ্চুপ।
নিতান্তপক্ষে দু'একটি।
অনর্গল পরদেশী
চামচা গিরি বেশ ভালোই চলে।
খুব আধুনিক, আর যুগোপযোগী।
জানলা যতই খোল না কেন
ওরা আর আসবে না।
ভয় পেয়েছে বাদুরে উতপাত।
আমরা তো সব
মাছি মারা কেরানি!
ধুশ!
যত্ত সব ফালতু বকবকানি!
স্বদেশভক্ত মানেই পিছিয়ে পড়া।
ধরাকে সরা দেখ
যদি বাঁচতে চাও।
রচনাকাল ঃ ০৮/০২/২০১৬