শল্ক মোচন
নাকি বস্ত্র হরণ!
দাম্পত্যজীবন কখনো সখনো এমনই রূপ পায়।
প্রেমের সেনসেক্স স্থিতিশীল নয়।
সংসার সমুদ্রের গভীরতা মাপতে গিয়েছি বারবার...
ঠিক যেন কাচের উপর
পারদ কুণ্ডলী ধরার প্রয়াস।
হৃদয়ের ব্যবসায় মূলধনের অপ্রতুলতা
কুরে কুরে খায় ঘুনধরা বাজারে।
সেনসেক্স বড়োই চঞ্চল।
রচনাকালঃ০৩/০২/২০১৬