রাতের শহরে কত আলো জ্বলে
ওলি গলি রাজপথ।
ঝলমল করে সারাক্ষণ।
আবার এই আলোর জন্যই
ঘুরে ফেরে সারাদিন কত শত ক্ষুধার্ত চোখ।
ট্রেনে বাসে ট্রামে আলোর খোঁজ দিনরাত।
সেই বাতিওয়ালা এখনো জীবিত,
আলো জ্বালিয়েই চলেছে অগুন্তি।
শহরে কত আলো জ্বলে সারারাত!


রচনাকালঃ২৮/০১/২০১৬