তরলে আর স্বাদ পাচ্ছিনা
তাই ছুটে চলেছি অন্ধকার চিরে।
মাতালের কাজ কারবার দেখে কত শত জোড়া চোখ।
পচা আপেলে কামড় বসায় ফুটপাথের বাসিন্দা।
ঝড়ো হাওয়ার মতো তেড়ে আসে ট্রাফিক পুলিশ,
হেলমেট হীন বাইক চালককে থামায়
লেনদেন শেষে দু'জনারই হাসি মুখ।
নাক মুখ চেপে সরে যায় কত ব্যাগ-
কত স্যুটকেস।
রাস্তায় পড়ে থাকে কত জিজ্ঞাসা!


রচনাকালঃ২৮/০১/২০১৬