দূর থেকে কি যেন ভেসে আসছে
কুয়াশার ওপার থেকে
ঠাহর করা যাচ্ছেনা।
আমার সুধা সিন্ধু উথলে ওঠার আশায় বুক বেধেছিল।
জোছনার নীলাকাশে ভূতের ব্যাগার খাটার মতো
আমার দ্বিপ্রহরের রাগ।
আমার বন্দিশ জনজাগরণের স্তুতি।
সুখের আলপনা বিস্তার বোঝেনা।
মহা সিন্দুর ওপার থেকে ভেসে আসা ওই সুধারস
অধরা থাকে
আমার কুয়াশাচ্ছন্ন মনন কণ্ঠে।
রচনাকালঃ২৫/০১/২০১৫