রক্ত ঝরা ইতিহাস চাইনা আর
শুধু গোলাপের রং দেখবার ইচ্ছা।
অভয়ার বুকের লিপি পড়বো না,
দেখবো শত শত উত্তোলিত ত্রিবর্ণ।
আর শহিদ নয়।
মায়ের আঁচলের শুভ্রতা রাখতে হবে আমাদের।
শত শত,হাজার হাজার,লক্ষ লক্ষ...
আমার ভাই বোন
দেশের সৈনিক।
তোমারা অভয়া হতে দিওনা
আমার দেশমাতাকে।


রচনাকালঃ২৬/০১/২০১৬