ভালোবাসা চেয়েছিলাম
দাওনি
বোঝনি তার রূপকতা।
আষাঢ়ের বৃষ্টি নামিয়েছিলাম
বিরক্ত হয়ে বলেছিলে
প্যাচপ্যাচানি।
ফাগুনের গোধূলিতে কোকিল ডেকেছিল আমার কণ্ঠে
ভ্রু কুঁচকেছ
বলেছিলে দাঁড়কাকের ময়ূর হবার স্বপ্ন!
বিষাদের গান গাইনি কখনোই।
গাইবো না "জয় হে"।
তুষেরআগুন পুষেছি আমি।
আমার শোণিত লাল।
কবোষ্ণ বুঝিনা আমি।
বুঝতে চাইও না কোন দিন।
এবার দেখবে -
রক্ত মহোল্লাস
আমার চোখে।
রচনাকালঃ২৩/০১/২০১৬