ঊষ্ণতা হারিয়ে ফেলেছিলাম।
হঠাতই এসে গেল ক্ষণিকের বৃষ্টি।
ফিরে পেলাম ভেজা অন্ধকারে।
অন্তরে জমে থাকা বিষ বাষ্প গলে জল।
পাশবালিসের গভীরতা মাপতে হবে না।
সারা রাত শুধু ঊষ্ণতা বিনিময়।
ফুটো ত্রিপল
ভেজা বিছানা।

রচনাকালঃ২০/০১/২০১৫