পর জন্মে লাল পিপড়ে হব
কুটুস করে কামড়ে পালাবো।
প্ররোচনা হীন কামড়।
দ্যাখ ক্যামোন লাগে!
অনেক সহ্য করেছি,
আর নয়-
এবার প্রতিবাদ হবে
একটা বিপ্লব চাই।
পারিনা
সংসার আছে যে।
পিছুটান শেষ করে দেয়
যে কোন বিপ্লবের।
তাই পরজন্মে লাল পিঁপড়ে হব।

রচনাকালঃ১৮/০১/২০১৫