এক্ষুনি খাপ খোলা হল
দু'ঠোটের আলতো চাপে কী যত্ন!
সন্তর্পণে মুখে আগুন।
জ্বলে পুড়ে ছাই হচ্ছে আর
তার পুড়ন্ত নির্যাস ফুসফুসের ভিতর।
কী অপূর্ব আমেজ।
আলতো টান আর
প্যাঁচানো কুণ্ডলী।
কেউ পোড়ে,কেউ মরে।
ধীরে ধীরে।

রচনকালঃ১৪/০১/২০১৫