এই আমার দেশ,
যেখানে বন্দুক হাতে সীমান্ত রক্ষীরা অনন্ত প্রহরী
দিবারাত্রি ঝড় জল শীত গ্রীষ্ম উপেক্ষা করে -
মায়ের সম্মান অক্ষুন্ন রাখে।
এই আমার দেশ
যেখানে আর্তের সেবায় এগিয়ে আসে
শত শত স্বেচ্ছাসেবক।
মুমুর্ষ রোগীর জন্য রক্তদান করে আমার দেশ,
রামের রক্ত বাঁচায় রহিমকে।
তখন আমি আমার দেশকে দেখতে পাই।
আমি দেশকে খুজে পাই তখন
যখন দেখি বৃদ্ধের হাত ধরে
রাস্তা পার করাচ্ছে ট্রাফিক পুলিশ।
আমার দেশকে তখন দেখতে পাই যখন প্রলয় আসে।
হাজার হাজার সৈন্যদল দুর্গতদের পাশে।
দেশকে দেখেছি সুনামিতে
দেশকে দেখেছি আয়লাতে
দেশকে দেখেছি গুজরাটের ভূমিকম্পে।
দেশকে দেখতে পাই ২৬শে জানুয়ারি,১৫ই আগষ্ট।
দেশকে দেখতে পাই
কারণ আমার দেশ আমার ভাইয়ের রক্ত রাঙানো।
আমরা সবাই দেশ জননীর সুসন্তান।
তাই গভীর রাতেও আমি আমার দেশ জননীকে দেখতে পাই।
রচনাকালঃ০২/০১/২০১৬