কত শত লীলাপূর্ণ এই  আধুনিক বিশ্ব
শীতের আমেজ নিচ্ছে ফুটপাথের নিঃস্ব।

কেউ খায় চাইনিজ চিকেন মটন বিরিয়ানি
কেউ খায় পচা ফলমূল পান্তার আমানি।

রকমারি শ্যুট বুট কোট প্যান্ট টাই
ফাটা ফুটো কাটা ছেঁড়া কারোর একটাই।

অট্টালিকা গড়ে থাকে সমাজের বিত্ত
প্লাটফর্মে পড়ে থাকে নিঃস্বরা নিত্য।


রচনাকালঃ ০১/০১/২০১৬