নমস্কার,
আসণ্ণ শীতের না-ঊষ্ণ না-শীত আমেজে, পিকনিকের পরম পরিবেশে আমাদের এই বাংলা কবিতার আসরের সদস্য (কবি ও পাঠক) সকলকে একরাশ প্রাণঢালা আন্তরিক শুভেচ্ছার সাথে শুরু করছি আজকের অনুষ্ঠান।
বন্ধুরা, চঞ্চল ব্যস্তময় পৃথিবীতে প্রতি মুহুর্তে কত শত পরিবর্তন ঘটছে। আর সেই পরিবর্তনের চাপে্র কাছে নত হয়ে, আপোশ করে, মানিয়ে নিয়ে আমরা চলেছি সর্বদা। সময়ের সাথে আমরা পাল্লা দিয়ে ছুটছি। তবুও আমরা যে যার ব্যস্তময় কর্ম জীবনে অসম্ভর ব্যস্ততার মধ্যেই খুঁজতে থাকি মনের খোরাক, মানষিক বিনোদন। আর সেই তাগিদেই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন । একটা সম্পূর্ণ দিনের কিছুটা সময় যদি একটু কাব্যালোচিত হয় তাহলে ক্ষতি কি ? এই আসরে আমরা একে অপরকে কতটুকুই বা চিনি-জানি। কিন্তু কৌতুহল তো হয় সকলকে জানবার। তাই আজ আসুন সকলে পরিচিত হই আজকের অতিথি কবির সাথে । আসরে আজকের অতিথি হলেন আসরের নবীন সৌখিন কবি, আমাদের সকলের প্রিয় প্রবাসী কবি রাবেয়া রাহিম।
বাংলা কবিতা ডট কমের সৌজন্যে প্রচারিত অনুষ্ঠান "অতিথি আলাপন"-এ কবিকে স্বাগতম । প্রিয় কবি বন্ধুরা, আসুন সকলে খুব কাছের থেকে চিনে নিই, জেনে নিই আসরের উপস্থিত সকল কবিদের ভীড়ে সম্মিলিত এই কবিকেও ।
সকলের উপস্থিতি ও অনুমতি নিয়েই শুরু করা যাক অতিথি কবির সাথে আজকের আলাপন পর্ব...
১. নমস্কার কবি ।
কেমন আছেন বলুন?
২. প্রিয় কবি,
আমরা আপনাকে রাবেয়া রাহিম নামেই জানি, এটা কি আপনার আসল নাম নাকি ছদ্ম নাম? অনেকেই আসল নাম (সার্টিফিকেটের নাম) ব্যবহার না করেই ছদ্ম নাম ব্যবহার করেই লিখতে ভালোবাসেন । আপনি কোন নামটাকে বেশি প্রাধান্য দেবেন?
৩. কবি,
আমি যতখানি জানি আপনি একজন প্রবাসী বাঙালী । আপনার জন্মস্থান, কর্মস্থান সম্পর্কে আমাদের আসরে কবিদের যদি বলেন । আপনি আপনার নিজের কথা বলুন, মানে আপনার বাড়িতে কে কে আছেন? তারা কে কি করেন? আপনি কি করেন? ইত্যাদি, ইত্যাদি।
৪. "বাংলা কবিতা ডট কম"-এ আপনি কেন এবং কিভাবে এলেন? মানে এখানে আপনার আগমনের পটভূমি আমরা জানতে চাইছি।
৫. বিদেশের জাকজমক পূর্ণ জীবন যাত্রায় এত কিছু থাকতে আপনি কবিতা লেখেন কেন? মানে কবিতার সাথে আপনার এত প্রেম কেন? কবিতার পাশাপাশি কি আপনি অন্য লেখালেখিও করেন?
৬.আপনি কি কখনো কাউকে এই সাইটে লেখার ব্যাপারে অনুপ্রাণীত করেছেন?
৭. আপনার ব্যস্তময় কর্ম জীবন, সাংসারিক জীবন, আপনার দায়বদ্ধতা, স্বামী -সন্তান কি কখনো কবিতার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে? আপনি ঠিক কখন কবিতা লেখেন?
৮. আমাদের মধ্যে অনেকেই স্কুল জীবন থেকেই কবিতা লিখতে শুরু করেছেন। আপনার মধ্যে কখন কবি সত্ত্বার জন্ম নিয়েছিল?
৯. আপনার কোন কবিতার বই বা অন্য কোন বই প্রকাশিত হয়েছে কি? সে সম্পর্কে যদি আমাদের বলেন। বই প্রকাশ করার ক্ষেত্রে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?
১০. কবিতা লেখার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন?
১১.কবিতা লিখতে লিখতে আপনার কখনো কি মনে হয়েছে এর থেকে গল্প লেখা অনেক সহজ? কিম্বা কবিতা লিখতে লিখতে কোন গল্পের প্লট মাথায় এসেছে কি?
১২. আপনি কি মনে করেন গল্প লিখে সহজে মানুষের মনের কাছাকাছি যাওয়া যায়? প্রচার পাওয়া যায়?
১৩. আমরা অতীতেও দেখেছি বর্তমানেও দেখছি কোন বই প্রকাশের ক্ষেত্রে প্রকাশক কখনোই নবীন বা অখ্যাত কবিদের বা লেখকদের কখনোই গুরুত্ব দেন না। তা হলে প্রতিভা উঠবে কি করে? আপনার মতামত?
১৪. অতীতে কবি লেখকদের সৃষ্টি তাঁদের পাণ্ডুলিপিতেই সীমাবদ্ধ থাকতো যতক্ষন না প্রকাশক সেটা প্রকাশ করতো। কিন্তু বর্তমানে এই সাইবার যুগে ইন্টারনেটের দৌলতে বিশ্বের দ্বারে পৌছতে সময় লাগেনা। এতে কি লেখা লেখির আগ্রহ বেড়েছে বলে আপনি মনে করেন?
১৫.আপনার আদর্শ কবি বা লেখক কে বা কারা? মানে কোন কবির বা লেখকের দ্বারা অনুপ্রাণীত হয়ে আপনি লেখেন কি?
১৬. আপনি বিশ্বের একটা উন্নত দেশে আছেন, সেই সুবাদের অনেক ভাষা ভাষী বা জাতী গোষ্ঠির আড়ম্বর জীবনের সাথে আপনার পরিচয়, তাদের দেখে আপনার কখনো কি মনে হয়েছে বাঙালী খুব আরাম প্রিয়?
১৭. অনেক বিশিষ্ঠ কবিই বলেছেন কবিতার কোন বিশেষ সংজ্ঞা হয়না। বিশেষ কোন নিয়মে কবিতাকে বাঁধা যায় না। আপনি কি মনে করেন?
১৮. প্রিয় কবি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষে এসে উপস্থিত, তাই আপনাকে শেষ প্রশ্ন করবো আমাদের আসরের সবার প্রিয় এডমিন কে নিয়ে।
আসরের উন্নতিকল্পে মাননীয় এডমিনের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন?
বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষে উপস্থিত। আমাদের আসরের অতিথিকে এবার আপনারা প্রশ্ন করুন। আমাদের অতিথি কবি রাবেয়া রাহীম তার যথাযত উত্তর দিয়ে আপনাদের সহিত আলাপ করবেন। আর ততক্ষণে আমরা একটু চা বিরতি নিই।
তাহলে কবি বন্ধুরা আর দেরি না করেই আপনার মূল্যবান প্রশ্নটি করে ফেলুন আমাদের প্রিয় রাবেয়া রাহিম কবিকে।